বাংলার ভোর প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে শহিদ বীর ওসমান হাদি ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির মুখপাত্র সাঈদ সান প্রমুখ।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে সাংগঠনিক পর্যালোচনা তুলে ধরেন মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল। সার্বিক বিষয়ে আলোচনা করেন সদস্য সচিব, বি এম আকাশ হোসেন বিজয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক শায়েদ মো. রিজভী।
সভায় বক্তারা বলেন, শিক্ষাঙ্গন ও সমাজে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version