নিজস্ব প্রতিবেদক
আবারও ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ায় যশোরের বাজারগুলোতে একলাফে পেয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রাতারাতি গুদাম গুলো থেকে পেঁয়াজ গায়েব করে দিয়েছে অসাধু ব্যবসায়িরা। ফলে ক্রেতাদের মধ্যে বাড়ছে নাভিশ্বাস। কাঁচা বাজারে ১৯০ থেকে ২১০টাকা বিক্রি হচ্ছে প্রতিকেজি পেয়াজ। দাম আরো বাড়াবে বলে জানান বিক্রেতারা। এর আগে পেঁয়াজের কেজি ছিল ৯০ থেকে ১১০ টাকা।
ভারতের বিভিন্ন প্রদেশে বন্যাসহ বিভিন্ন কারণে পেয়াজ সংকট দেখা দিতে পারে। ফলে বাজার নিয়ন্ত্রণে রাখাতে বৃহস্পতিবার থেকে আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। তবে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার রপ্তানির সুযোগ দিতে পারবে বলেও দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) আদেশে জানানো হয়েছে। তবে পূর্বের এলসির পেয়াজ ৫ জানুয়ারী পর্যন্ত রফতানিতে থাকছে শিথিলতা।
গত আগস্টে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের মধ্য দিয়ে বিধিনিষেধ আরোপ শুরু করে ভারত। এরপর ২৮ অক্টোবর পেঁয়াজের ন্যুনতম রপ্তানি মূল্য প্রতি টন ৮০০ ডলারে বেঁধে দিয়ে আদেশ জারি করে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। যা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার ৭ ডিসেম্বর জানানো হয়, ন্যূনতম রপ্তানিমূল্যের ওই সীমা আরও তিন মাস, অর্থাৎ মার্চ পর্যন্ত বহাল থাকবে। এরপর রপ্তানিই বন্ধ করার ঘোষণায় দাম বেড়ে চলেছে।
স্থানীয় বজারের পেয়াজ বিক্রেতা মশিয়ার রহমান ও মোমিন উদ্দিন বলেন, বেশি দামে মোকাম থেকে কিনতে হচ্ছে পেয়াজ। আড়ৎ ব্যাবসায়িরা চাহিদামত পেয়াজ বাজারে ছাড়ছে। এজন্য দাম বাড়ছে।
যশোর শহরের বড় বাজারে পেঁয়াজ কিনতে আসা এহসান মিয়া বলেন, ‘পেঁয়াজের বাজার এভাবে বাড়তে থাকলে আমাদের নিম্ন আয় দিয়ে সংসার চালাবে কি করে। কয়েক দিন পরপরই এভাবে বাড়ছে পেঁয়াজের দাম। দুই দিন আগেও ৯০-১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আজ বাজারে এসে দেখি দেশি পেঁয়াজ ১৮০-২০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১৮০ টাকা কেজি।
অপর ক্রেতা সুমন বলেন, বাজার নিয়ন্ত্রণে কোনও তদারকি না থাকায় সমস্যায় পড়ছেন তারা। বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
যশোরের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায়। কিন্তু গত দুই দিন ধরে পাইকারি বাজারের দাম গিয়ে ঠেকেছে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকায়। পেঁয়াজের বাজার লাগামহীন বেড়ে যাওয়ায় হতাশ ব্যবসায়ী ও ক্রেতারা।
বাজারে হঠাৎ কেজিতে ৬০-৮০ টাকা দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। দাম বৃদ্ধির ফলে বাজারে পেঁয়াজ বিক্রি কমে গেছে।
শহরের কালীবাড়ি রোডের ব্যবসায়ী গোপাল ঘোষ বলেন, দুই-তিন দিন ধরে প্রতি মণ পেঁয়াজ সাড়ে তিন হাজার থেকে চার হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল। এখন সেই পেঁয়াজের দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকায়। পাইকারি বাজারে আমদানি কম ও ভারতীয় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে পেঁয়াজের বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে। এতে তাদের বিক্রিও কমেছে।
বেনাপোল স্বলবন্দর পরিচালক রেজাউল করিম জানান এক মাসের মধ্যে বন্দরে আসেনি কোন পেয়াজ। তবে ভোমরা দর্শনাপোর্ট দিয়ে পেয়াজ বেশি আমদানি হয় বলে তিনি জানান। দেশীয় পেয়াজ আমদানি বাড়লে দাম কমার আশা করেন তিনি।
এদিকে কাস্টমস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রতি মেট্রিক টন পেঁয়াজের এলসি মূল্য ছিল ৮০০ ডলার। এই মূল্যে গত একমাস ভারত থেকে সাড়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যার সর্বশেষ গত ৫ ডিসেম্বর ৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি রূপালী এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করে।
গত বৃহস্পতিবার এক পত্রের মাধ্যমে ভারত সরকার সে দেশে পেঁয়াজ সংকট দেখিয়ে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ অফিস সূত্রে জানা গেছে, গত এক মাসে ভারত থেকে সাড়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। যার মধ্যে সর্বশেষ ৫ ডিসেম্বর ৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে রূপালী এন্টারপ্রাইজের মালিক মিন্নু মিয়া।
কিন্তু গত দুই দিনের ব্যবধানে ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি ও দেশি পেঁয়াজের মজুত কম থাকার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
এদিকে রাতারাতি আসাধু ব্যবসায়িরা পেঁয়াজের দাম বাড়ালেও প্রশাসনের কোন নজরদারি না থাকায় বাজার আরো চড়া হতে পারে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা