বাংলার ভোর প্রতিবেদক
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোরের আয়োজনে এই সভা করা হয়।

আলোচনা সভায় বক্তারা মওলানা ভাসানীর কর্মজীবন এবং তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করেন। তাঁরা বিশেষ করে ভারতের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদের কঠোর সমালোচনা করেন।

এসময় বক্তারা মওলানা ভাসানীর বিপ্লবী জীবন, সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং তাঁর আপোষহীন রাজনীতির নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মজলুম মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকময় বাতিঘর।

বক্তারা ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে মওলানা ভাসানীর স্পষ্ট ও আপোষহীন ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

পাশাপাশি, বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে মওলানা ভাসানী যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদের সমালোচনা করতেন, সে বিষয়টিও তাঁদের বক্তব্যে গুরুত্ব পায়। বক্তারা আরও বলেন, মওলানা ভাসানীর কর্ম ও রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক এবং শোষণমুক্ত সমাজ গঠনে তাঁর আদর্শকে পাথেয় করে চলতে হবে।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোরের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক ইকবাল কবির জাহিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক তসলিমুর রহমান, বাম গণতান্ত্রিক জোট যশোরের সভাপতি হাসিনুর রহমান।

এছাড়াও, পরিষদের সদস্য মাহমুদ হাসান বুলু, শাহজাহান, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version