পাঁজিয়া সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের উপরে নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে কাটবাদাম তলায় বাঁশের সাঁকোটি ভেঙ্গে দু’পাড়ের ২০-২৫ টি গ্রামের মানুষ বিপাকে পড়েছে। যার জন্য সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়ার জন্য মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক সপ্তাহ পার হয়ে গেলেও সাঁকোটি মেরামতের কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি ডাক-বাংলোর পার্শে কাট বাদাম তলায় বাঁশের সাঁকোটি গত ২ সেপ্টেম্বর ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তালা উপজেলার সাথে কেশবপুর উপজেলার ২০-২৫ টি গ্রামের মানুষের। পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মানুষের সাগরদাঁড়ি বাজারে চলাচলে হচ্ছে ভোগান্তি। সেতু ভেঙে পড়ায় ভরসা এখন নৌকা, জরুরি প্রয়োজনের ঝুঁকি নিয়ে জনগণকে নৌকায় পারাপার হতে হচ্ছে।
জরুরিভাবে সাগরদাঁড়ি, তালা ও কলারোয়া উপজেলার ২০-২৫ টি গ্রাম-বাসীর সুবিধার কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের ওপর সাঁকোটি স্থানীয় জনগণ নির্মাণ করেছিলেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সাঁকোটি মেরামতের ব্যবস্থা নেয়া হবে।