বাংলার ভোর প্রতিবেদক
২৯ মে যশোর সদর উপজেলার ভোট নিয়ে স্বপ্নের জাল বুনছে ভোটাররা। আগামীর চেয়ারম্যানের কাছে প্রত্যাশা অনেক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জলাবদ্ধতা ও যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকদ্রব্য মুক্ত উপজেলা চান ভোটাররা। আর এসকল প্রত্যাশা পূরণ করতে পারবেন একমাত্র মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু বলে মনে করেন ভোটাররা। বুধবার সারাদিন মণিহার ফলপট্টি, ব্যাটারি পট্টি ও বেজপাড়া এলাকায় মোটরসাইকেল মার্কার গণসংযোগ চলাকালে ভোটাররা তাদের প্রত্যাশার কথা জানান।
শহরের ফলপট্টি এলাকার নতুন ভোটার সিফাত মাহমুদ। ভোট নিয়ে তার অনুভূতি কেমন এবং কেমন চেয়ারম্যন প্রয়োজন জানতে চাইলে বলেন, ‘আমি একজন সচেতন নাগরিক। ভোটাধিকার থাকায় আমার নিজের মতামতের গুরুত্ব আছে। আমি এমন একজন চেয়ারম্যান চাই যিনি তরুণদের নিয়ে ভাববেন, যিনি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবেন, সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল হবেন।’ তিনি আরো বলেন, সবচেয়ে বড় কথা, চেয়ারম্যান হবেন যিনি ভোটের আগে যেমন, তেমনি পরেও একই রকম সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন মানুষের সঙ্গে। এসব দিক থেকে এগিয়ে আসেন তরুণ শিল্প উদ্যোক্তা তৌহিদ চাকলাদার ফন্টু।
আর এক ভোটার আশিকুর রহমান বলেন, ‘এখন বিশ্বায়নের যুগ। তৌহিদ চাকলাদার ফন্টু আধুনিক চিন্তা-চেতনার অধিকারী, তথ্য-প্রযুক্তিতে ভালো জ্ঞানী ও ধারণা রাখেন। আশা করি এসব দিক দিয়ে তৌহিদ চাকলাদার ফন্টু এগিয়ে। তরুণরা তাকেই ভোট দিয়ে জয় করবেন।
তালেব রহমান বলেন, ফন্টু সদর উপজেলার স্থানীয় লোক এবং বংশীয় লোক। সে শাহীন চাকলাদারে ভাই। শাহীনের ভাই হিসেবে সদর উন্নয়নের জন্য কাজ আনতে পারবেন ফন্টু। আমরা ফন্টুকে বিজয়ী করতে চাই।
দুই দোকানি বলেন, আমরা ফলপট্টিতে ব্যবসা করি। একপ্রার্থী লোকজন অনেক সমস্যা করেন। তারা আমার দোকন থেকে যখন তখন খাবার নিয়ে চলে যাই। কিন্তু টাকা পয়সা দেয় না। আবার টাকা চাইতে গেলে প্রার্থী স্বামীর লোকজন মারপিট হুমকি ধামকি দেন। উপজেলাতে সন্ত্রাসী চেয়ারম্যান চাই নে।
এক শ্রমিক নেতা বলেন, একজন চেয়ারম্যান এমন হওয়া উচিত, তিনি যখন একজন শ্রমিকের সঙ্গে কথা বলবেন তখন ওই শ্রমিক যেন মনে করেন তিনি তার নিজের মানুষের সঙ্গেই কথা বলছেন। ফন্টু চাকলাদার মানুষকে গুরুত্ব দেন।
মণিহার ফলপট্টি, ব্যাটারি পট্টি গণসংযোগে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন, যশোর মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, পৌর আওয়ামী লীগ নেতা খায়ের, নাজমুস সিদ্দিকী পলাশ, শ্রমিক নেতা বিএম লক্ষ্মী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরিফ, যুবনেতা রিফাত আহম্মেদ রাতুল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টিটো, ইকবল, হিরু, স্বজল। বেজপাড়া মোটরসাইকেল মার্কার গণসংযোগে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮ নং ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান নান্টু, নেতা সিরাজুল ইসলাম, পিয়ার মোহাম্মদ পিয়ারু, ইনামুল হক, নাসিব সিকদার, রাকিব, খোকন সিকদার, জয়েল, আহাদ সিকদার, ইব্রাহিম হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, ছাত্রনেতা তন্ময় প্রমুখ।