মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুরের মানুষ আজ থেকে মুক্ত। মণিরামপুরবাসী আগামী দিন অপশক্তির হাত থেকে মুক্তি পাবে। যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অল্পদিনের মধ্যে মণিরামপুরে যেভাবে দুর্নীতি সংঘটিত হয়েছে, সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য আমজাদ হোসেন লাভলুকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি আমি গতকাল মণিরামপুরে আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য একথা বলেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। আনন্দ সমাবেশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু জনতার উদ্দেশ্যে বলেন, আজকের এ বিজয় আমার নয়, এ বিজয় মণিরামপুরবাসীর। যারা আমার নির্বাচন করেছেন তাদের উদ্দেশ্যে বলি কোন ব্যক্তির সাথে দুর্ব্যবহার সংঘাত কোন কিছু করবেন না। আমরা সবাই মিলিত হয়ে মণিরামপুরকে নতুনভাবে সাজাবো। মণিরামপুরবাসীর আশা পূর্ণ করব। যারা ইজিবাইক, মোটরযান, ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা তুলছেন, আজ থেকে আর চাঁদা নেয়া যাবেনা। যারা চাঁদাবাজি করছেন তাদের উদ্দেশ্যে বলেন, সময় থাকতে সরে পড়ুন, নইলে জনগণ সরাতে বাধ্য হবে। আমজাদ হোসেন লাভলু ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সরকারি বরাদ্দ এখন থেকে যথাযথভাবে বন্টন করতে হবে। দুর্নীতি করলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, হতাশ হবেননা। এক কাতারে আসুন, সবাইকে নিয়ে মণিরামপুরকে সাজাতে চাই। পরীক্ষিত আওয়ামী লীগরা আজ সর্ব ক্ষেত্রে বঞ্চিত। জননেত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী আওয়ামী লীগকে সাথে নিয়ে সকল ক্ষেত্রে উন্নয়ন করব। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আমজাদ হোসেন লাভলু বলেন, আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
মণিরামপুরের কাউকে অন্যায়ভাবে হয়রানি করতে দেয়া হবেনা। আমি নির্বাচনের আগে জনগণকে ওয়াদা করেছি মণিরামপুর থেকে সন্ত্রাস, দখলবাজ বন্ধ করা হবে। আমি জনগণের দেয়া ওয়াদা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করব। সংঘাত নয়, মণিরামপুরের আওয়ামী লীগকে সাথে নিয়ে আগামী দিন মণিরামপুরকে সাজাতে চাই, এ উদ্দেশ্যে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের সংগঠনের ছায়াতলে আসুন।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন আমজাদ হোসেন লাভলু।