মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে ইট তৈরির মেশিনের ভেতর পড়ে জাকির হোসেন মোড়ল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের সরুপদাহ এলাকায় অবস্থিত মেসার্স বোল্ড ব্রিকসে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকসে শ্রমিকের কাজ করছিলেন জাকির হোসেন। কাজ শেষে প্রতি বৃহস্পতিবার তিনি ইট তৈরির মেশিন পরিস্কার করে থাকেন। সেই ধারাবাহিকতায় গতকাল দুপুরে জাকির হোসেন ইট তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে মেশিনের ভেতর পড়ে যান। এতে চলন্ত মেশিনের পাখায় তার হাত-পাসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙ্গে চুর্নবিচুর্ন হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে।
বোল্ড ব্রিকসের মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, শ্রমিক জাকির হোসেন প্রায় ২ বছর ধরে তার ইটভাটায় কাজ করছেন। বৃহস্পতিবার দুপুরে মেশিন পরিস্কার করার সময় দুর্ঘটনাবশত মেশিনে আটকা পড়ে ষ্টিলের পাখায় জড়িয়ে মারা যান। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগিতা করা হবে।
মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাদামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ তিন ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
