মণিরামপুর সংবাদদাতা
শনিবার সকালে মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নের ভানুর মোড় এলাকায় ছয়টি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে খুবই আন্তরিক। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী রাত দিন কাজ করে চলেছেন। খাল খনন শেষ হলে এ এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। এ ছাড়াও সরকার মণিরামপুরের গাবুখালী, শালিখা, আলীপুর, নলডাঙ্গা, বিল বলধালী ও সুবলকাটি হালদার খাল পুনঃখননে প্রকল্প গ্রহণ করেছেন। শিগগিরই পানি উন্নয়ন বোর্ড খনন কাজ শুরু করবে।
সফল ফর ইটিগ্রেটড ওয়াটার রিসার্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, যশোর রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার, বাংলাদশ পানি উনয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহরাব হােসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হােসেন, কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চদ্র রায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া প্রোগ্রাম অফিসার ডা. আবুল ফজল ও আওয়ামী লীগ নতা মিকাইল হােসেন।
অপরদিকে, একই দিনে দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের আশু রোগমুক্তি কামনায় দোয়া, মণিরামপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এস এম ইয়াকুব আলী। পরে সন্ধ্যায় মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গণসংর্বধনা প্রদান করা হয়।