মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে যশোরের মণিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে।

পারিবারিক সুত্র জানা যায়, চড়ক পূজা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসব একত্রিত হন ৫০ জন সন্নাসী। সোমবার বিকেল ৪টার দিকে মনিরামপুর আর্দশ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু।

একপর্যায়ে প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে যান এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।


মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।

Share.
Exit mobile version