মনিরামপুর সংবাদদাতা
মনিরামপুরে মোশাররফ হোসেন নামে ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলেন, মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হোগলাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪০) ও আসাদুজ্জামান আসাদ (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
এর আগে সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাস জমির পাশে ব্যক্তিমালিকানা জমি পরিমাপ নিয়ে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধর করা হয়। ঘটনার রাতে মোশাররফ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন মোশাররফ হোসেন। সোমবার দুপুরে হোগলাডাঙ্গা বাজারে জনৈক শামিমের মুদি দোকান সামনে সরকারি খাস জমি (হাটের জমি) সার্ভেয়ার দ্বারা পরিমান করার সময় মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। জমি মাপামাপি করার সময় মাহাবুর,আসাদ ও আব্দুল জল্লিল সরকারী কর্ম সম্পাদনকালে বাধা প্রদান করে। সরকারি কাজে বাধা প্রদান করতে নিষেধ করায় মোশাররফ হোসেনকে মারধর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধরের ঘটনার ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।
মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরা বলেন, অভিযুক্ত মাহাবুর রহমান আমার উপজেলা কমিটির সদস্য। তার বিষয়টি নিয়ে জরুরিভাবে বসে কমিটির অন্য সদস্যদের সঙ্গে কথা বলব।