মনিরামপুর সংবাদদাতা
বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ মনিরামপুর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনবিএনপির দালীয় কার্যালয়ের পাশে আয়োজিত সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক মজনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, শিল্পপতি আলী হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল মজিদ, আশীষ কুমার বিশ্বাস, পূর্ব জোনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, পশ্চিম জোনের সাংগঠনিক সম্পাদক মাসুদ কামাল তুষার, মাসুদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেন ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মূল্যবান ভোট ও সহযোগীতায় আমি নির্বাচিত হলে চিরতরে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি রোধ করে সার্বিক উন্নয়নের মাধমে মনিরামপুরে শান্তির সুবাতাসের ব্যবস্থা করা হবে।
জাতি গঠনে ভূমিকা নেয়া প্রত্যেক শিক্ষককে দেয়া হবে যথাযথ সম্মান।
