মনিরামপুর সংবাদদাতা
সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপি দর্জি প্রশিক্ষণ শেষে যশোরের মণিরামপুরে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বসুন্ধরা-শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিরামপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং কালের কন্ঠের প্রতিনিধি মোহাম্মদ বাবুল আকতারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।
আরও পড়ুন .. .. নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, পাবলিক লাইব্রেরির সম্পাদক সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, বসুন্ধরা শুভসংঘের কেশবপুরের সভাপতি শফি খন্দকার, সাধারণ সম্পাদক অসীম কুমার ঘোষ, মণিরামপুর শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ, দর্জি প্রশিক্ষক মেহেজাবিন রীতা, কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নুরুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে মণিরামপুর এবং কেশবপুরের অস্বচ্ছল ৪০ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
