ভ্রাম্যমাণ সংবাদদাতা:
বুধবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের জীবন দাসের বাড়ির মাটির ঘরে সিঁধ কেটে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল চোর। একই দিন রাতে উপজেলার চণ্ডিপুর গ্রামের মাঠ থেকে সেচ মোটরের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে বৃষ্টির কারণে গভীর ঘুমে থাকা জীবন দাসের মাটির ঘরের সিঁধ কেটে চোরেরা ঘরে ঢুকে তার স্ত্রীর শোকেসে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের মাঠ থেকে কৃষক জাহাঙ্গীর হোসেনের মাঠে মোটরের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।
কৃষক মোলাম হোসেন জানান, মাঠে বীজ তলা রক্ষণাবেক্ষনের জন্য সকালে মাঠে যেয়ে দেখতে পান পাশের পাটক্ষেত সংলগ্ন বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার নেই। এবং ট্রান্সফরমার অপ্রয়োজনীয় যন্ত্রপাতি নিচে পড়ে রয়েছে।
কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, জমি বন্ধক রেখে এবং সুদে টাকা নিয়ে দুই তিন বছর আগে মোটর নিই, সে টাকা এখনো পরিশোধ করতে পারিনি, এমন অবস্থায় আমি কি করবো ভেবে পাচ্ছি না। এ অবস্থায় স্থানীয় কৃষকরা মাঠে রাতে পাহারার সিদ্ধান্ত নিয়েছেন।