বাংলার ভোর প্রতিবেদক
ফরিদপুরের মধুখালিতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার শহরের খুলনা বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সংগঠনের যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয় সেকেট্রি মোহাম্মদ আলী সরদার, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, পৌর শাখ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সদর থানা সভাপতি মো. আখতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি ইমরান হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।