মধুখালী সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহকারীও । রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জুবায়ের ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর এলাকার বাসিন্দা।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের মারা যান। খবর পেয়ে নিহত চালক জুবায়েরের মরদেহ উদ্ধার ও ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ।
আহত ট্রাক হেলপার ফরিদ হোসেনকে (১৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।