মণিরামপুর সংবাদদাতা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শনিবার যশোরের মণিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেলে দলিয় কার্যালয়ের পাশে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা আইয়ুব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, কামরুজ্জামান প্রমুখ। পরে অধ্যক্ষ মহসিন আলমের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version