মণিরামপুর সংবাদদাতা

যশোরের মনিরামপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ধানের শীষের প্রার্থী রশিদ আহমেদ। সমন্বয় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version