মাগুরা সংবাদদাতা
আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দলের পক্ষ থেকে মনোয়ার হোসেন খানের নাম ঘোষণা হওয়ার পর বুধবার দুপুরে তিনি নিজ এলাকায় আসলে তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাগুরা-ফরিদপুর সীমান্তের কামারখালি গড়াই সেতু এলাকায় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।
দুপুর ১২টার দিকে মনোয়ার হোসেন খান সেখানে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি ওয়াপদাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, “সকল ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই আমাদের সংগ্রাম।”
উল্লেখ্য, মনোয়ার হোসেন খান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলখানায় বসে নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

Share.
Exit mobile version