বাংলার ভোর প্রতিবেদক
মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেনতা তৈরির লক্ষ্যে এ মহান শোকের মাসকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে ইমামিয়া পাক দরবার শরিফ যশোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম হুসাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফিরোজ খান, মুড়লি ইমাম বাড়ির পেশ ইমাম মাওলানা ইকবাল হোসেন, ইমাম হুসাইন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু মুসা প্রমুখ।