মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে পলিসি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি জনবীমা বি-কেন্দ্রীয় জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ সার্ভিসের উদ্বোধন করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম।
এ সময় প্রধান অতিথি বলেন, এ অঞ্চলের বীমাকারিদের মেয়াদ শেষে চেক নেয়ার জন্য কুষ্টিয়াতে যেতে হত।
এখন থেকে মহেশপুরে পলিসি সার্ভিস চালু থাকায় এ অঞ্চলের বীমাকারী ভোগান্তি কমবে সেই সাথে নিজ এলাকা থেকে মেয়াদ শেষে বীমার চেক সংগ্রহ করতে পারবেন। এই প্রথম থানা পর্যায়ে মহেশপুর এ সার্ভিসটি চালু করা হয়েছে।
এভিডি মনিটরিং জোনের প্রধান বাবলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া/যশোর মনিটরিং জোনের এরিয়া প্রধান মোছলেহ উদ্দিন মোল্লা, চুয়াডাঙ্গা জোনের আর আই মনজুর এলাহী, কোঁটচাদপুর জোনের ফারুক আহমেদ, ঝিনাইদহ জোনের শরিফুল ইসলাম, ভেড়ামারা জোনের আর আই হাবিবুর রহমান প্রমুখ।
