বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা ইমাম পরিষদের ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে দড়াটানা জামে মসজিদে কাউন্সিল অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নাসীর উল্লাহ। সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা আনোয়ারুল করীম যশোরী সভাপতি ও হাফেজ মাওলানা বেলায়েত সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম নির্বাচিত হন। বাকি ৩৯ পদে কন্ঠ ভোটে নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিঠির গঠনের আগে সকলের মতামতের ভিত্তিতে দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাজমুল হক, মাওলানা রুহুল আমিন, মাওলানা মাওলানা ইউনুস আলী, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা আব্দুল হালিম, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা শওকত আলী।

কমিঠির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম,মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা নাজির উদ্দিন, সহ সম্পাদক মুফতি আব্দুর রহমান এযাযী, মাওলানা আবু হুরায়রা, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল্লাহ আলমগীর, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মুফতি আব্দুর রহীম, প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী,

সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতীফ, মুফতি হাফিজুর রহমান, মুফতি হাবিবুল্লাহ, দফতর সম্পাদক মুফতি উবাইদুল্লাহ শাকিরসহ দফতর সম্পাদক মুফতি আবু দারদা, মুফতি আরীফুল ইসলাম ফয়সাল, কাযা ও ইফতা মুফতি মাহমুদুল হাসান, মুফতি জালালুদ্দীন, মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুর রহমান, সদস্য মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা ইমাদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মুফতি হুসাইন আহমাদ, মুফতি ইলিয়াস, মাওলানা ইয়াসিন আলম, মাওলানা উবাইদুল্লাহ বশীর, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মুফতি তাওহীদুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ, হাফেজ মাওলানা আতাউর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আবূ মুসা।

কাউন্সিলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন আহ্বায়ক মাওলানা আব্দুল কাদের এবং সদস্য মাওলানা নাজমুল হক, মাওলানা ইউনুস আলী, মাওলানা রুহুল আমিন, মুফতি মুজিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা সাখাওয়াত হুসাইন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

Share.
Exit mobile version