মাগুরা সংবাদদাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব রহমান মিলটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় মনোয়ার হোসেন খান বলেন, “অনেক নিপীড়ন ও অত্যাচারের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। তিনি জীবদ্দশায় দেশের মাটিতে আসতে পারেননি। নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি লাশ হয়ে দেশে ফিরেছিলেন।”

অনুষ্ঠানের শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া মাহফিল শেষে ভায়নার মোড় গোল চত্বরে একটি শোক র‌্যালি বের করা হয়।

Share.
Exit mobile version