মাগুরা সংবাদদাতা
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় এই বিচারিক কার্যক্রম।

এদিন ছয়জন সাক্ষী উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক কারণে দুইজন সাক্ষী উপস্থিত হতে পারেননি। মঙ্গলবার ওই দুইজনের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। সোমবার সাক্ষ্য দানকারীরা হলেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী, মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন, সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই আঞ্জুমান আরা এবং ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া বিচারক সব্যসাচী রায়। আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, সোমবার পর্যন্ত মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাকি দু’জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হবে। আশা করছি, এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা হবে।

এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে মামলার প্রধান আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে হিটু শেখ তার আত্মীয় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আছিয়াকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ১৩ এপ্রিল মামলার চার্জশিট দাখিল করে পুলিশ এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচারিক কার্যক্রম।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version