মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলার সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময় সভা শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির প্রমুখ। সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নানা সুপারিশ তুলে ধরা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ অংশ নেন।

Share.
Exit mobile version