বাংলার ভোর প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তি মঞ্চ নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শরীফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারতীয় অগ্রাসন।

শহিদ শরীফ ওসমান হাদির রক্ত আমাদের মনে করিয়ে দেয়, এই সমাজে ন্যায়বিচার এখনও দুর্বল, আর খুনিরা এখনও শক্তিশালী। অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মুক্তি মঞ্চের মুখপাত্র আবু বকরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. রুহিন বালুজ, যশোর সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক মিলন হোসেন, মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আল-আমিনসহ নেতৃবৃন্দ।

এর আগে শহরের চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।

Share.
Exit mobile version