মাগুরা সংবাদদাতা:
মঙ্গলবার মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজনান্দুয়ালী গ্রামের বাসিন্দা শ্রী তীর্থ রুদ্র ২১, পিতা শ্রী নিতাই রুদ্র৪৫, মাতা শ্রীমতি মাধবী-রুদ্র৪০,এর মৃতদেহ আল আমিন এতিমখানা মাদ্রাসার পিছনে পুকুর পাড়ে পাওয়া যায়। তিনি মাগুরা আদর্শ ডিগ্রী কলেজে ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী। বর্তমানে তারা পৌরসভার ৯ নং ওয়ার্ড পশু হাসপাতাল পাড়াতে বসবাস করেন।

গতকাল বিকাল পাঁচটার দিকে আমান নামের একটা বন্ধু তার বাড়িতে আসে এবং চা খান। পরবর্তীতে তারা ঘরে দরজা বন্ধ করে গল্প করেন। তীর্থর মা বাবা তাকে কখনও দেখেনি বলে জানিয়েছেন। তীর্থর সাথে বীজয় নামের একটা ছেলের ঝামেলা হয় এবং এটা নিয়ে অনেক দূর পৌঁছে যায়। ঘটনার দিন রাত ৯.৩০ ঘটিকায় তাকে জমজম মার্কেটের সামনে থেকে তিনজন বন্ধুর সাথে দুইটি বাইক নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন তীর্থর বন্ধু আমান। তার বাবার সাথে তার মোবাইলে দুইবার কথা হয়। সর্বশেষ আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় কথা হয়। তারপর থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছেন তার পরিবার। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ ছিলো। তার বাবা রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় মাগুরা সদর থানায় মিসিং ডায়েরি করতে আসেন বলে জানিয়েছেন  পরিবার।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো : মেহেদী হাসান রাসেল জানান ঘটনার তদন্ত চলমান অবস্থায় আছে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version