মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির জেলা যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।

বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বাসারুল হায়দার বাচ্চু ও শেখ আব্দুল মান্নান।

বক্তারা বলেন, “মাগুরা জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকহারে বেড়েছে। সাধারণ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।”

নেতৃবৃন্দ অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Share.
Exit mobile version