মাগুরা সংবাদদাতা 

মাগুরায় চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাগুরা সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত যানবাহনের মধ্যে রয়েছে ৪টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইক।

প্রেসব্রিফিংএ পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, সম্প্রতি মাগুরায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় দুটি মামলা হয়। অভিযোগের সূত্র ধরে মাগুরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই আরও ৪টি মোটরসাইকেল ও ইজিবাইকসহ ৮ জন আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলেন, ফরিদপুরের কাশিমবাদ এলাকার সজীব রংদার (২৮), বসুনর সিংহদীয়া এলাকার নুর মোহামদ (৩১), চর বাংরাইল এলাকার মনোয়ার শেখ (২৩), ঘন শ্যামপুর এলাকার আসিফ মল্লিক (২২), পরানপুর এলাকার রাব্বি শিকদার (২১), বাহির চর এলাকার আবু হানিফ হিমেল, বাঁশপাড় এলাকার রবিউল হোসেন (১৬), পাবনার চরমানিকদির আলিম হোসেন (২৩)।

আটকদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version