মাগুরা সংবাদদাতা
‘ছাত্র, শিক্ষক, কৃষক ভাই-ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যে।মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ডিসপ্লে বোর্ডে ইঁদুর সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কার্যাবলী দেখানো হয়। এ সময় দেখানো হয় যে, বাংলাদেশে মোট ১২ জাতের ইঁদুর আছে। ইঁদুরের বংশ বৃদ্ধির হার খুব বেশি। ইঁদুর বছরে ৬ থেকে ৮ বার বচ্চা দেয়। একজোড়া ইঁদুর থেকে বছরে ৩০০০ হাজার ইঁদুর জন্ম হতে পারে।এদের জীবনকাল ২/৩ বছর।
প্রধান প্রধান ফসলগুলো ইঁদুর যেভাবে নষ্ট করে তার মধ্যে গমের ক্ষতি করে ৮-১২ ভাগ,আমন ধানের ক্ষতি করে ৫-৭ ভাগ ও শাক সবজির ক্ষতি করে ৪-৫ ভাগ।
অনুষ্ঠানে মাগুরার ৬ বার জাতীয় পুরস্কার প্রাপ্ত আব্দুল হান্নান মোল্লার তার আবিষ্কৃত ইঁদুর নিধনের বিভিন্ন ফাঁদ, কীটনাশক ও অন্যান্য জিনিসপত্র প্রদর্শন করেন। জেলা প্রশাসক ওহিদুল ইসলাম তার এই আবিস্কারের ভূয়সী প্রশংসা করে তাকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। এ সময় কৃষি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী সহকারী কৃষি কর্মকর্তা করা আশরাফুল আলমকে সম্মাননা দেয়া হয়।