মাগুরা সংবাদদাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসবে মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন ।
ফাইনালে বালিকা গ্রুপে টাইব্রেকারে মাগুরা সদর ৬-৫ গোলে শ্রীপুরকে হারায়। অপরদিকে, বালক গ্রুপে মাগুরা সদর ২-০ গোলে মহম্মদপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বালক গ্রুপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট মাগুরা সদর দলের আসিফ ও একই দলের আরিফুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ ও সব্বোর্চ গোলদাতা মহম্মদপুর দলের মামুন পুরস্কার অর্জন করে। বালিকা গ্রুপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট মাগুরা সদর দলের সাদিয়া ও একই দলের জয়া ম্যান অব দ্যা ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা শ্রীপুর দলের তুষার মন্ডল পুরস্কার অর্জন করে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version