মাগুরা প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১ টার সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মুখ্য পরিদর্শকের কার্যালয়ের পাট অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
র্যালি শেষে মাগুরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেবুল ইসলাম এবং পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পাট ব্যবসায়ী মো. আসাদুজ্জামানসহ চাল ব্যবসায়ী ও কৃষক সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, পাট উৎপাদন, ব্যবহার বৃদ্ধি, পাট চাষ সম্প্রসারণ, পাটের গুণগত মান বৃদ্ধি, পাট শিল্পের বিকাশ ও গবেষণা কার্যক্রম পরিচালনার নিমিত্তে পাট আইন গৃহীত হয়েছে।
আলোচনা সভায় আরও জানানো হয়, ধান, চাল, আটা, ময়দা, হলুদ ও পেঁয়াজসহ পণ্য মোড়কিকরণের জন্য পাটজাত ব্যাগ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নির্দেশনা দিয়েছে। তাছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে সরকার লাইসেন্সের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে পাট চাষিরা এবং সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।