মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ রাখতে এক সভা সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, চেম্বারের সভাপতি আখতার হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন, বণিক সমিতির সম্পাদক হুমাউন কবীর রাজা, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা এবং পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মতামত জানতে চান। ব্যবসায়ীরা জানান, এক মাস এ সমস্যা চলতে পারে। এর মধ্যে মুড়ি পেঁয়াজ বাজারে এসে যাবে। তবে বাজার মনিটরের দ্বায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পেঁয়াজ আমদানির উপর গুরুত্ব আরোপ করেন।

Share.
Exit mobile version