মাগুরা সংবাদদাতা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার (বালক ও বালিকা) উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা।

খেলায় বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় খানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় বালিদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share.
Exit mobile version