মাগুরা সংবাদদাতা
মাগুরার ২টি আসনের মোট ১১ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতিক বিতরণ করা হয়। মাগুরা-১ আসনে ৭ জন ও মাগুরা-২ আসনে ৪ জন প্রার্থীর মাঝে পথিক বিতরণ করা হয়।
মাগুরা ১ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী শম্পা বসু, গণআধিকার পরিষদের খলিলুর রহমান,
বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল, জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মাগুরা-২ আসনে প্রার্থী হলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিউর রহমান।
এ সময় মোট ১১ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় ।
এর আগে ২০ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
এরা হলেন মাগুরা-১ আসনের খেলাফত মজলিস প্রার্থী ফয়জুর রহমান ও গণফোরামের প্রার্থী মিজানুর রহমান।
