মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলা ছয়চার গ্রামে রান্না করা প্রেসার কুকারের উপর পড়ে গিয়ে সুখিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সখিনা ছয়চার গ্রামের সিদ্দিক মোল্ল্যার স্ত্রী।
আজ শুক্রবার সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জাননা, পবিত্র শবে বরাত উপলক্ষে সকাল থেকে তিনি বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। প্রেসার কুকারে ডাল রান্নার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় তার শরীরে মুখসহ বুকের কিছু অংশ আগুনের তাপে পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার মামুনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার মামুনুর রশিদ বলেন, রান্না করার সময় গরম তরল পদার্থ তার শরীরের উপর পড়ে যাওয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাগুরা সদর থানা ওসি আয়ুব আলী জানান, সদর উপজেলা ছয় চার এলাকায় এক নারী রান্না করার সময় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।