মাগুরা সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর ক্যান্টোনমেন্ট কলেজের ছাত্রকে বাড়িতে একা পেয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থী শালিখা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে মাগুরা-যশোর সীমান্তের বাঘারপাড়ার পাঠানপাইকপাড়া গ্রামে।
আহত সাহারিয়ার সাকিব জানান, সোমবার বাড়িতে একা থাকা অবস্থায় একই গ্রামের কাকন, মিন্টু, জিয়ারুল, লিটন ও কুদ্দুস রামদা, লাঠি, দা এবং লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে। এ সময় তিনি আক্রান্ত হওয়ার আগ মুহূর্তে তার মামা জহির পাটোয়ারিকে ফোন দেয়ার কারণে তিনি দ্রুত বাড়িতে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়।
এ সময় দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে সাড়ে ৯ লাখ টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়াসহ বাড়ি-ঘর ভাংচুর করে দুর্বৃত্তরা। সাকিবের মাএ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে দাবি জানিয়েছেন।