বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের দুই দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।
সন্ধ্যা ছয়টায় সম্মিলিতভাবে এবং সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ সংগীতটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। টানা তিন ঘণ্টার অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি এবং নাটক।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল চারুতীর্থ, তীর্যক, বিবর্তন, সপ্তসুর, পুনশ্চ, চাঁদের হাট, স্বরলিপি, সুরধনী, নৃত্যবিতান, সৃষ্টিশীল, শেকড় ও শিল্পাঙ্গন। সবশেষে বিবর্তন যশোরের উদ্যোগে মঞ্চস্থ হয় নাটক সতর্ক সংকেত। অনুষ্ঠানে এককভাবে আবৃত্তি করেন কামরুল হাসান রিপন, শিলা দাস, জাহিদুল জাদু ও কাজী সাহেদ নেওয়াজ।