নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক, ছাত্র মজলিস বাগেরহাট জেলার সাবেক সভাপতি, খুলনার ডুমুরিয়ার সন্তান হাফেজ মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষা, চিকিৎসা, সামাজিক মানবিক ও জনকল্যাণমুখী কাজের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার মাদার তেরেসা ওয়েলফেয়ার রিসার্চ কাউন্সিল ঢাকার উদ্যোগে সারাদেশের ২৩ জন ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়।

রাজধানী ঢাকার পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার ফোরামে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী দুলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক শিল্পপতি কাপতান হাসান, মেজর অজয় প্রকাশ চাকমা, অ্যাড. চৌধুরী আতাউর রহমান, স্টান্ডার্ড ইন্সুরেন্স কোম্পানির এমডি আব্দুল মতিন সরকার, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, অ্যাড. গোলাম ফারুক মজনু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

Share.
Exit mobile version