নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা:
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় বাওড়ের অভয়াশ্রমের সুফলভোগী ১০ সুবিধাভোগীর মাঝে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে। এর মধ্যে তিনজন ধনাঢ্য ব্যক্তি বলে জানা গেছে।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর অর্থায়নে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাঁওড়ের অভয়াশ্রমের ১০ জন সুফলভোগীর মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, এদের মধ্যে ৭ জন দুঃস্থ হলেও ধনাঢ্য ব্যক্তি হিসেবে ভ্যান পেয়েছেন ৩ জন। তারা হলেন, সাগরপুর গ্রামের আব্দুল মজিদ। শিমুলিয়া এবতেদায়ী মাদ্রাসার সভাপতি। পৈত্রিক সম্পত্তিতে তিনি ধনাঢ্য ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। অন্যদিকে গোপীনাথপুর গ্রামের আজিজুর রহমান ভ্যান পেয়েছন। তার সেন্ট লুইস হাই স্কুলের সামনে দ্বিতীয় তলা বাড়ি পল্লী বিদ্যুতের কাছে ভাড়া দেয়া রয়েছে। যৌথ পরিবারের তিনি তার গ্রামে একতলা বাড়িতে থাকেন। ৩০/৪০ বিঘা জমির ঘেরে লিজ নিয়ে মাছ চাষ করেন। আজমপুর গ্রামের আনারুল ইসলাম। তিনি ২০-৩০ বিঘা জমির মালিক এবং ২০ বিঘা জমির ঘেরে লিজ নিয়ে মাছের চাষ করেন।
এ ব্যাপারে আজিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি যৌথ পরিবারে বসবাস করি। বাড়িটা হলো আমার বিদেশ থাকা ভাইদের। আমি বাঁওড় কমিটির সভাপতি হিসেবে একটি ভ্যান নিয়েছি এবং সেক্রেটারিও (মাদ্রাসার সভাপতি) একটা পেয়েছেন। আমরাও খুব গরীব মানুষ। সরকারের কাছ থেকে ভ্যান নেয়ায় কোন দোষ হয়নি।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজান সিরাজ বলেন, বাওড় কমিটির তথ্য অনুযায়ী ভ্যান প্রদান করেছি। তবে ত্রুটি বিচ্যুতি হলে সেটা সংশোধন করা যেতে পারে।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ