বাংলার ভোর প্রতিবেদক
‘মালিক-শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বুধবার ১৩৮তম মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শ্রমিক সংগঠনসহ প্রশাসনের উদ্যোগে এদিন নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, চেক বিতরণ ও দোয়াসহ অন্যান্য অনুষ্ঠান।
দিবসটি পালনে সকাল ৮টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়ে ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের সহায়তায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
জেলা পরিষদের মিলনায়তন বিডি হলে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ নাবিল সমর্থিত জেলা আওয়ামী লীগ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক নাজিম হোসেন বাহাদুর।
এর আগে বেলা ১১ টায় একই স্থানে জেলা ট্রাক, ট্রাক্টর কার্ভাড ভ্যান ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্রাক্টর কার্ভাড ভ্যান ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর।
জেলা ট্রাক, ট্রাক্টর কার্ভাড ভ্যান ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ আলম ও জেলা ট্রাক, ট্রাক্টর কার্ভাড ভ্যান ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ধর্মতলা শাখার সভাপতি শাহিন আলম বাবু। অতিরিক্তি পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবীরসহ জেলা ট্রাক, ট্রাক্টর কার্ভাড ভ্যান ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছয় জন মৃত শ্রমিকের পরিবারকে ৩০ হাজার টাকা করে এক লাখ ৮০ হাজার টাকা ভাতা দেয়া হয়। সেই সাথে দুইজন মৃত সাবেক সাধারণ সম্পাদক আবু রহিম ও ইন্তাজ আলীর পরিবারকে মরণোত্তর সংর্বধনা প্রদান করা হয়।
বেলা ১২ টায় যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চাঁচড়াস্থ নিজস্ব র্কাযালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু।
প্রধানবক্তা ছিলেন যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্ব নাথ ঘোষ বিষুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. রফিক, জাহাঙ্গীর হোসেন বাবু, আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাগর হোসেন, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সজল, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন উদ্দিন শেখ, কোষাধ্যক্ষ বাবু মুন্সি, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, সড়ক সম্পাদক নাসির উদ্দিনসহ সড়ক সম্পাদক মহাসিন আলী প্রমুখ।
আলোচনা সভা শেষ ৭ জন মৃত শ্রমিকের পরিবারকে ৫ লাখ ৩ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়।
দিবসটি পালনে সন্ধ্যায় সুরধুনী-বিবর্তনের আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সুরধুনীর সভাপতি হারুন অর রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক তসলিম-উর-রহমান এবং বিবর্তনের সাবেক সভাপতি ও যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরধুনীর শিল্পীরা পরিবেশন করে গণসংগীত এবং বিবর্তনের বাচিক শিল্পীরা আবৃত্তি করে শোনান। সব শেষে মঞ্চস্থ হয় বিবর্তনের নাটক ‘তোতারাম’।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যশোর জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যশোর জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করে।
সংগঠনের জেলা শাখার উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের নেতৃত্বে ‘মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ শহরের লালদীঘির পাড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র্যালি শুরু হয়ে এমকে রোড, থানার মোড়, রেলরোড ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাছুম, যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, যশোর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর সহ যশোর জেলা শ্রমিক দল ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যালয় অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এছাড়াও বক্তব্য রাখেন, সেক্রেটারি আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।