বাংলার ভোর প্রতিবেদক
মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য সম্পদ, যার কোন তুলনা নেই। নিঃস্বার্থভাবে সন্তানদের লালন পালন করে, সব কিছু মুখ বুঁজে সয়ে যায়। অথচ আজকের প্রেক্ষাপটে দেখা যায় সেই মাকে সন্তানরা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যা অমানবিক এবং অত্যন্ত বেদনাদায়ক।
সেই বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মায়েদের সাথে মা দিবস উদযাপন করেছে যশোর ইয়ামাহা রাইডার্স ক্লাব।
রোববার যশোর জেলার সাতমাইলে আমাদের বাড়ি নামক বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের সাথে নানা আয়োজনে মেতে উঠে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।
ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, মা ছোট্ট একটি শব্দ, তবে এর ব্যাখ্যা বিশাল! মায়ের সাথে জড়িয়ে থাকে প্রতিটি সন্তানের রয়েছে অসংখ্য স্মৃতি। মা দিবসে মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
তিনি আরো বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আরএসএম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরসের ডিলার রিফাতকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যরা।