বাংলার ভোর প্রতিবেদক
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল সরদার।
সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার বড় ভাই জামাল সরদার একজন স্বনামধন্য মৎস্য ও পোল্ট্রি ব্যবসায়ী এবং ‘জীবন পোল্ট্রি ফার্ম এন্ড মৎস্য হ্যাচারী’র স্বত্বাধিকারী। প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও এলাকার প্রভাবশালী সাবিনা ইয়াসমিন ও ইকরামুল সরদার চাঁদা দাবি করে আসছিলেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ফার্মে লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৪২ লক্ষ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার জেরে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ককটেল ও অস্ত্র রেখে র্যাব-পুলিশকে সংবাদ দিয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫ রাতে জামাল সরদারকে আটক করানো হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত, নিরীহ ব্যবসায়ী জামাল সরদারের মুক্তি এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
