মাগুরা সংবাদদাতা:
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধার ভাতা বন্টনে ওয়ারেশদের ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সকল ভাতাভোগীদের পক্ষে জাহানারা বেগম রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ছয় সন্তান রয়েছে। বড় সন্তান মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি এ ভাতা পাবেন না। তাছাড়া তার ৫ সন্তান মাহফুজুর রহমান, মাছুদার রহমান, রিজিয়া খাতুন, শামসুন নাহার ও জাহানারা বেগম। কিন্তু তারা সকলেই ওয়ারেশ হলেও শুধুমাত্র মাসুদার রহমানের নামে ব্যাংক একাউন্ট থাকায় তার একাউন্টেই ভাতার টাকা ঢুকেছে। এক্ষেত্রে সকল ভাই-বোনদের মাঝে ভাতার টাকাটা বন্টন না হওয়ায় ভাতাভোগী অন্য সদস্যরা বঞ্চিত হচ্ছেন।অভিযোগপত্রে এ বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভাতা প্রদান স্থগিতেরও আবেদন করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী জাহানারা বেগম বলেন, আমার মা নতুন গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা ৬ ভাই-বোন। কিন্তু আমাদের সকলকে বাদ দিয়ে বড় ভাই মাহবুবুর রহমান শুধুমাত্র আমাদের এক ভাই মাছুদার রহমানের নামে ব্যাংক একাউন্ট খুলেছেন।

এ বিষয়ে মো. মাছুদার রহমান বলেন, শুধুমাত্র আমার নামে ব্যাংক একাউন্ট থাকায় ভাতার টাকাটা আমার ব্যাংক একাউন্টে এসেছে। আমাদের সকল ভাই-বোন এ ভাতার প্রাপ্য অধিকার রয়েছে। আমিও চাই আমাদের সকল ভাই-বোনের মাঝে ভাতার টাকাটা সমানভাবে বন্টন হোক।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, আমার মাকে মুক্তিযোদ্ধা করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। ওই সময় একজনকে পাওয়ার দেয়ার প্রয়োজন ছিল। আমার ভাই মাছুদার রহমানকে পাওয়ার দিয়েছিলাম। এখন সবাই ফর্ম পূরণসহ নিয়ম অনুয়ায়ী একাউন্ট করুক, ভাই-বোন সকলে ভাতার টাকা পাবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version