মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর ১ ও ২ আসনে মনোনয়ন বৈধ প্রার্থী ১৬, বাতিল হয়েছে ৮ এবং স্থগিত হয়েছে একজনের। রোববার মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মেহেরপুর-১ আসনে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং মেহেরপুর-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ও পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম হাসান।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম হাসানের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই বাছাই করা হয়।
মেহেরপুর-১ আসনের বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিয়াজান আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মওলাদ আলী খান।
তাদের মধ্যে অ্যাড. ইয়ারুল ইসলাম আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় বাতিল হয়েছে।
অ্যাড. মিয়াজান আলী ফৌজদারী মামলার তথ্য গোপন, সমর্থনকারীদের স্বাক্ষর জাল করায় বাতিল এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মওলাদ আলী খান ভুল তথ্য প্রদান করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও দুইবারের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জাম, জাকের পার্টির সাইদুল আলম, এনপিপির তরিকুল ইসলাম লিটন।
মেহেরপুর-২ আসনে মনোনয়নপত্রে তার এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়া ও ভোটারের জাল স্বাক্ষরের কারণে অ্যাডভোকেট রাশিদুল হক জুয়েলের মনোনয়ন বাতিল করা হয়েছে।
একই কারণে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বাদশা ও স্বতন্ত্র আশরাফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।
এ ছাড়া হলফনামায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিতে না পারায় বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী আল ফারুকের মনোনয়ন স্থগিত করা হয়।
মেহেরপুর-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সাহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, তৃনমূল বিএনপির আব্দুল গনি, এনপিপির গোলাম রসুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহ জামাল, ওয়ার্কার্স পার্টির নুর আহমেদ বকুল, জাকের পার্টির সামসুদ্দোহা, জাতীয় পার্টির কিতাব আলী।
বাতিল হওয়া অন্য প্রার্থীরা কোনো প্রতিক্রিয়া না জানালেও মেহেরপুর-১ আসনের জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মওলাদ আলী খান আপিল করবেন বলে জানিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম হাসান জানান, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
তারা আপিল করতে পারবেন।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা