মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আবু সালেহ মোহাম্মদ নাজমুল হকের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর তারা অফিস বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর ভোর ৫টায় খবর পান নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে। এতে কার্যালয়ের চেয়ার ও শামিয়ানা পুড়ে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ভোটের মাঠে সক্রিয় আছেন। তারা নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন।

Share.
Exit mobile version