নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন (৫৫) নামে এক স্বাস্থ্য পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের বস্তাপট্টিতে দুর্ঘটনাটি ঘটে। তিনি সদরের ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন তিনি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ফাতেমা বেজপাড়া থেকে রিকশা যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বস্তাপট্টি মোড়ে আসলে পিছন থেকে একটি মোটরসাইকেল তার রিকশার পিছনে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন।

Share.
Exit mobile version