আয়ুব খান, কেশবপুর (পৌর)
যশোরের কেশবপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু সুরক্ষায় ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে পৌর শহরের পরিত্রাণের হলরুমে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিএসও’র সভাপতি সুফিয়া পারভিন শিখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ডাক্তার গোলাম মোক্তাদির, সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, অ্যাডভোকেট মিলন মিত্র, শিক্ষক মাওলানা নাসীর উদ্দীন, শিক্ষক বাসুদেব সেনগুপ্ত ও অজিত মুখার্জি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।
আলোচনায় স্ব স্ব সংগঠনের প্রতিনিধিরা সমাজ পরিবর্তনে কিশোর কিশোরীদের যাতে সামাজিক গতিশলিতা বৃদ্ধি পায় এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারের বিষয়টি জনপ্রচারে এনে প্রচার ব্যবস্থায় জোরদার ভুমিকা রাখবেন বলে একমত পোষণ করেন। ইন্টারজেনারেশনাল ডায়ালগ ৩৭ জন উপস্থিত ছিলেন যার মধ্যে ১১ জন নারী এবং ২৬ জন পুরুষ উপস্থিত ছিলেন। ডায়ালগ পরিচালনা করেন পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, হিসাবরক্ষক উৎস্য দাস, রিনা ও মিনা দাস।
শিরোনাম:
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু : মারাত্মক অসুস্থ ৭
- ভেসপা কমিউনিটি যশোরের ঈদ শুভেচ্ছা
- ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত
- আশাশুনিতে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় খোলপেটুয়ার বেড়িবাঁধ ধসে ৬ গ্রাম প্লাবিত
- যশোরে ঈদের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে যুবক খুন
- যশোরে ঈদের জামাত সম্পন্ন, উৎসব আনন্দে মাতোয়ারা