বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের চাঁচড়া মধ্যপাড়ায় বোমা হামলার ঘটনায় আটক সোহানুর রহমান সোহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট জুবাইদা রওশন আরা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সোহান চাঁচড়া মধ্যপাড়ার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৩০ মে বিকেলে চাঁচড়া মধ্যপাড়া দোতালা মসজিদের সামনে দুস্কৃতিকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মুন্সি পারভেজ আক্তার অপরিচিত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সোহানুর রহমান সোহানকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার আটক সোহানের ৫ দিনের রিমান্ড চেয়ে ১৯ জুন আদালতে আবেদন করেন। বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version