বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের রেলগেট মডেল মসজিদ পাড়ার মীর সাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছি ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক ৪ জনকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন, শহরের বেজপাড়া চোপদার পাড়ার সাইফুল ইসলাম অভি, রেলগেট কলাবাগান এলাকার তুহিন মোল্লা, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার তানভীর রহমান ও চাঁচড়া রায়পাড়ার বিপ্লব হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৭ মার্চ রাতে রেলগেট মডেল মসজিদ পাড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হন ব্যবসায়ী মীর সাদি। তিনি একই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার দুই জনের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম শহরের পুলেরহাট, শংকরপ্রু, চাঁচড়া রায়পাড়া ও মুড়লিতে অভিযান চালিয়ে মীর সাদী হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। তারা মীর সাদি হত্যাকাণ্ডে ট্যাটু সুমন ও মেহেদীকে সহায়তা করেছিলো। হত্যাকাণ্ডের পরপরই পুলিশী গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলো।
উল্লেখ্য, আটকদের মধ্যে তুহিন মোল্লার বিরুদ্ধে ২৯টি, সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে ১টি, বিপ্লব হোসেনের বিরুদ্ধে ৩টি এবং তানভীর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।