যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার সকালে পুলিশ একটি ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, সকালে ধানক্ষতে মালকি আয়ুব হোসনে শ্রমকি নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এসময় জমরি মালকি ধানক্ষতে ভিতর ওই যুবকরে মৃতদহে দখেতে পান। এরপর তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজরি হয়। এসময় তারা পুলিশকে ফোন দিলে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ স্থানীয়দের বরাত জানান, যশোরের মনিরামপুরের একটি ধানক্ষেত একজনের মরদেহ দেখে স্থানীয়রা ফোন দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বিষয়টি উদঘাটনের জন্যে পুলিশ এলাকায় কাজ শুরু করেছ।